আপনি কী জানেন কেন iPad এ থাকে না ক্যালকুলেটর?

আপনি কী জানেন কেন iPad এ কেন ক্যালকুলেটর দেওয়া হয়নি?ঘটনাটি বেশ মজার চলুন জেনে নেওয়া যাক।

এখন সমস্ত রকমের স্মার্ট ফোন & স্মার্ট ওয়াচ গুলিতে ক্যালকুলেটর দেওয়া হয় ।সেখানে tech জগতের বাদশা Apple কোম্পানি তাদের iPad এ দিচ্ছেনা কোনরকম ক্যালকুলেটর।

iPad calculator

iPad এ ক্যালকুলেটর না দেওয়ার কারণ?

iPad সর্ব  প্রথম লঞ্চ করা হয়েছিল 2010 সালে . iPad এর pre-order শুরু হয়েছিল 3 এপ্রিল 2010 এ,  apple এর সফটওয়ার গড “Scott  Forestall” একটি ক্যালকুলেটর এর ডিজাইন তৈরি করে পাঠিয়ে দেয় apple এর co-founder “Stevejobs” এর কাছে। 

 ‘Stevejobs’  sir এর ডিজাইনটি মোটেও পছন্দ হয়নি।  তিনি সফটওয়ার ডিজাইনার “Scott  Forestall” কে নির্দেশ দেন ডিজাইনটি নতুন করে তৈরি করতে। যেহেতু iPad এর লঞ্চের তারিখ অগিয়ে এসেছে তাই নতুন করে ক্যালকুলেটরের ডিজাইন  তৈরি করা রিস্ক এর কাজ ছিল।তাই তারা ক্যালকুলেটর না দিয়েই iPad গুলি লঞ্চ করে দেয়। আর iPad এ ক্যালকুলেটর না থাকলেও তেমন কোনও অসুবিধা হয়নি iPad User দের। তাই Apple কোম্পানি iPad  এ ক্যালকুলেটর দেওয়ার প্রয়োজন মনে করেননি। ‘Apple’ সফটওয়ার ডিজাইনার ‘Scott  Forestall’ বলেন “Make it great, or Don’t make it at all.“(কিছু তৈরি করলে  দুর্দান্ত করুন, বা এটি একেবারেই তৈরি করবেন না।)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top