vivo Y22 Price (2024) (ভিভো ওয়াই দাম 2024 ).

vivo Y22 Price (2024) (ভিভো ওয়াই দাম 2024 ).

চলুন আলোচনা করা যাক vivo y22 মোবাইলটি নিয়ে। কথা হবে ব্যাটারি ডিসপ্লে,ক্যামেরা,গেমিং পারফরমেন্স,ফোনের দাম আরো অন্যান্য সব বিষয় নিয়ে। ফোনটির ডিজাইন এর দিক থেকে দেখতে গেলে ফোন টিতে থাকছে দুইটি ডিজাই একটি হল Metaverse Green. কালার প্যাটেন্ট ডিজাইন সহ এবং আরেকটি হল ম্যাট ফিনিশ Starlit Blue. ফোনটিতে থাকতেছে scratch proofing যার দরুন ফোনটিতে সহজেই পড়বেন Scratch যেটি একটি দারুন ব্যাপার। চলুন এখন অন্যান্য সব বিষয় নিয়ে আলোচনা করি যেমন IP রেটিং।

vivo_y22

Vivo y22 IP রেটিং

ফোনটিতে রয়েছে IP 5X অর্থাৎ হালকা ধুলাবালি তেও মোবাইলটি সারভাইব করতে পারবে & থাকছে IP X 4 এর সার্টিফিকেশন যা হালকা জলের ফোটা থেকে মোবাইলটিকে সুরিক্ষিত রাখতেপারে। তাইবলে মোবাইলটিকে আবার জলে ডুবানোর চেষ্টা করবেন না এটি আমরা সুপারিশ (recommendation) করিনা। মোবাইলেরটির একটি দুর্দন্ত বিষয় মোবাইলটির ব্যাক সাইডে থাকতেছে বা রয়েছে স্ক্রাচ প্রুফিং।

Vivo y22 Display

মোবাইলটিতে রয়েছে 6.55 ইঞ্চি ডিসপ্লে, 8.4mm ঠিকনেস এবং ওজন 190 গ্রাম ফোনটি বেশি ছোট ও না আবার বেশ বড় ও না যার জন্য ফোনটি এক হাতে ভালোভাবে ব্যাবহার করা যায়।

vivo_y22_size

মোবাইলটির ডান দিকে রয়েছে ভলিউম বাটন &পাওয়ারবাটন আর এই পাওয়ার বাটন এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার হিসাবে কাজ করে। বামদিক সম্পূর্ণ ফাঁকা , উপরে রয়েছে একটি সিম কার্ড ট্রে যেখানে 2টি সিমকার্ড এর পাশাপাশি একটি external মেমরি কার্ড ও ব্যবহার করতে পারেন।ফোনটির নিচের দিকে রয়েছে টাইপ C USB Port, মেইন স্পিকার , প্রাইমারি mic, 3.5mm হেডফোন জ্যাক। 

Vivo y22 Android version(Vivo y22 অ্যান্ড্রয়েড ভার্সন):অ্যান্ড্রয়েড ভার্সন 12, OS ভিভো ফান-টাচ 12, 4GB রেম(Ram) / 128GB স্টোরেজ (Storage
).

Vivo y22 Display(Vivo y22 ডিসপ্লে ): IPS LCD প্যানেল ডিসপ্লে (Panel Display), ডিসপ্লে রেজুলেশন 1600 X 750 px, পিক্সেল ডেনসিটি 270 PPI.

***

Vivo y22 Camera(Vivo y22 ক্যামেরা ): পিছনের দিকে দুটি ক্যামেরা মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল। যেটি দিয়ে ১০৮০p/৩০FPS  ভিডিও রেকর্ড করতে পারবেন। 

Previous slide
Next slide

Vivo y22 Battery(Vivo y22 ব্যাটারি): 5000Mah ব্যাটারি 18W চার্জারর সহ। ফোনটি চার্জ হতে সময় লাগে প্রায় 2 ঘণ্টা। ফোনটির অন স্কিন টাইম ব্যাটারি ব্যাকআপ 5 ঘন্টা, নর্মাল ইউজ করলে ম্যাক্সিমাম 2 দিন ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন।

Vivo y22 Processor(Vivo y22 প্রসেসর):MediaTek Helio G85 Octa-core Processor, 12 nm GPU Mali G52.

Vivo y22 Gaming performance (Vivo y22 গেমিং পারফরমেন্স): BGMI, Free Fire, COD এই গেমগুলি আপনি ৩০ থেকে ৪০ মিনিট খেলতে পারেন এর বেশি খেলতে গেলেই মোবাইলটিতে হিটিং issue দেখা দিবে।

আমাদের অন্যানো পোস্ট

ফোনটি খুব দ্রুত গরম হয় তা না, এই সমস্যাটি তখনই দেখতে পাবেন যখন BGMI, FREE FIRE, COD এর মতো ভারী গেমিং করেন।

Vivo y22 5G(Vivo y22 5জি):হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ কথা ফোনটি কিন্তু 4G, 5G না।

Vivo y22 Price (Vivo y22 দাম): এই ফোনটি ইন্ডিয়া মার্কেটে, আমাজনে 11,249 থেকে 12765 টাকার মধ্যে পেয়ে যাবেন।

Disclaimer: পণ্য কেনার আগে বিক্রেতার কাছে তথ্য নিয়ে কিনবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top